Bonded Warehouse Management

Chairman

Chairman

Abu Hena Md. Rahmatul Muneem

Commissioner

A.K.M. Mahbubur Rahman

বন্ডেড ওয়্যার হাউস ব্যবস্থাপনা

কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বন্ড কমিশনারেট। ২৫/০৩/২০০১ খ্রিঃ তারিখে কাস্টমস বন্ড কমিশনারেট, আঞ্চলিক কার্যালয় হিসেবে চট্টগ্রামের কার্যক্রম শুরু হয়। দেশের বৃহত্তম শিল্প নগরী চট্টগ্রামের ব্যবসায়ী সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রয়োজনের তাগিদে ২০১১ সালের আগস্ট মাসে পূর্ণাঙ্গ কমিশনারেট হিসেবে রূপ লাভ করে। বৈদেশিক মুদ্রা অর্জন, রপ্তানিকে বেগবান ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার রপ্তানিকারকদের বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দিয়ে থাকে।

দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ এর ধারা ১৩ এবং ধারা ৮৪-১১৯ এর আওতায় কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়। কাস্টমস ওয়্যার হাউস ব্যবস্থাপনার জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বিভিন্ন সময়ে জারীকৃত প্রজ্ঞাপন, অফিস আদেশ, স্থায়ী আদেশ ও কাস্টমস বন্ড কমিশনার কর্তৃক ইস্যুকৃত আদেশাবলী আইন ও বিধির পাশাপাশি সমভাবে প্রযোজ্য।

০২।কাস্টমস বন্ড কমিশনারেট এর দুটি কার্যালয় রয়েছে, যথা-(১) কাস্টমস বন্ড কমিশনারেট, ৩৪২/১, সেগুনবাগিচা, রমনা, ঢাকা ও (২) কাস্টমস বন্ড কমিশনারেট, ৪২, এম. এম. আলী রোড, লালখাঁন বাজার, চট্টগ্রাম। অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কাস্টম হাউস বা ভ্যাট কমিশনারেট তাদের অধিক্ষেত্রাধীণ বন্ডেড ওয়্যার হাউস নিয়ন্ত্রয়ন করে থাকেন।

০৩। বন্ডেড ওয়্যার হাউসের প্রকারভেদ

ব্যবহৃত কাঁচামালের ধরন, ব্যবহারের উদ্দেশ্যে ও রপ্তানির ধরন ভেদে মূলতঃ দু ধরণের বন্ডেড ওয়্যার হাউস রয়েছে। যথাঃ (i) স্পেশাল বন্ডেড ওয়্যার হাউস (SBW) ও (II) জেনারেল বন্ডেড ওয়্যার হাউস (GBW)।

(i)স্পেশাল বন্ডেড ওয়্যার হাউস (SBW) ১০০% রপ্তানিমুখী পোষাক শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে স্পেশাল বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স ইস্যু করা হয়ে থাকে। এদের মধ্যে রয়েছে ওভেন গার্মেন্টস, নীট গার্মেন্টস ও সুয়েটার।

(ii)জেনারেল বন্ডেড ওয়্যার হাউস (GBW) রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান ব্যতিরেকে অন্যান্য শতভাগ (১০০%) রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে জেনারেল বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্স দেয়া হয়ে থাকে। জেনারেল বন্ডেড ওয়্যার হাউসের মধ্যে ৭(সাত) প্রকারের প্রতিষ্ঠান রয়েছে। যথা

শতভাগ (১০০%) রপ্তানিমুখী প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান (প্যাকিং/কার্টুন, লেভেল, পলিব্যাগ, হ্যাংগার, জিপার, বাটন, প্যাডিং ইত্যাদি উৎপাদনকারী বা এক্সেসরিজ শিল্প);

শতভাগ (১০০%) রপ্তানিমুখী ট্যানারী এবং চামড়াজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান;

  • শতভাগ রপ্তানিমুখী জাহাজ নির্মাণ শিল্প;
  • হোম কনজাম্পশন বন্ডেড ওয়্যার হাউস;
  • ডিপ্লোমেটিক বন্ড;
  • রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ঊচত) এর বন্ড প্রতিষ্ঠান এবং
  • শতভাগ রপ্তানিমুখী প্রচ্ছন্ন টু প্রচ্ছন্ন রপ্তানিমুখী প্রতিষ্ঠান।
০৪। বন্ডেড ওয়্যার হাউস পরিচালনা

কাস্টমস বন্ড কমিশনারেট বন্ডেড ওয়্যার হাউস ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। যথাঃ

  • বন্ড লাইসেন্স ইস্যু
  • শতভাগ রপ্তানিমুখী প্রচ্ছন্ন বন্ড লাইসেন্স নবায়ন
  • শতভাগ রপ্তানিমুখী পোষাক ও নীট পোষাকের বন্ড লাইসেন্স অটো নবায়ন
  • বন্ড লাইসেন্সের মালিকানা পরিবর্তন
  • কারখানা স্থানান্তরের আবেদন অনুমোদন
  • জেনারেল বন্ড সম্পাদন
  • বাৎসরিক অডিট
  • স্থায়ী আন্তঃ বন্ড স্থানান্তর
  • আমদানি পণ্য খালাসের অনাপত্তি পত্র (জেনারেল বন্ডের মেয়াদ না থাকলে)
  • ব্যাংক গ্যারান্টি অবমুক্তকরণ (প্রচ্ছন্ন রপ্তানিকারক এর ক্ষেত্রে)
  • ব্যাংক গ্যারান্টি অবমুক্তকরণ (সরাসরি রপ্তানিকারক এর ক্ষেত্রে)
  • নতুন ফরমেটে বন্ড লাইসেন্স জারীকরণ
  • লিয়েন ব্যাংক সংযোজন

Comments are closed.

Translate »